“সুস্থতা, আত্মরক্ষা ও মাদকমুক্ত পরিবেশে ক্রীড়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর উদ্যোগে গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার মোহাম্মদ মিয়া স্মৃতি ১২ তম কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কারাতে ছাত্র-ছাত্রীদের বেল্ট শিরোমণী অনুষ্ঠান সিএমপি ইনডোর স্পোর্টস্ কমপ্লেক্স, দামপাড়া পুলিশ লাইন্স, চট্টগ্রাম এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন, সিজেকেএস এর সাবেক সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। এছাড়াও সিএমপি এবং চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন সেনসি এ এস আই লতা পারভিন ও সেনসি মোহাম্মদ শোয়েব। টুর্নামেন্ট শেষে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহম্মেদ। খবর বিজ্ঞপ্তির
