চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিললো যুবকের মরদেহ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নিহতের নাম মো. দেলোয়ার (৩৩)।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল নয় টার দিকে একই এলাকার মো. আজিমের মুরগির খামার থেকে দেলোয়ারের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভোরে মুরগির খামারের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক উত্তম কুমার শেষবেলাকে জানান, চুরি ঠেকাতে খামারের চারপাশে বিদ্যুতের তার দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।