বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট ::

বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রিজভী জানান, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন সাবেক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব এবং সদস্যসচিব ছিলেন আমিনুল হক।