লেবাননে সপ্তম দিনের মতো হামলা, হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননে সপ্তম দিনের মতো হামলা, হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা নিহত
ইসরায়েলি যুদ্ধবিমান সপ্তম দিনের মতো রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে বোমা হামলা চালাল। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলছেন, তীব্র হামলায় অন্তত ১০ লাখ লোক বাস্তুচ্যুত হতে পারে।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর যুদ্ধবিমান রকেট লঞ্চার ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে সামরিক বাহিনী বলেছিল, তারা লেবাননজুড়ে হামলা চালিয়েছিল।

এর আগে শনিবার ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলীতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানায়।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা বলছে, উত্তরপূর্বে বেকা উপত্যকার এইন শহরে একটি বাড়িতে হামলায় ১১ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী রোববার আরেক শীর্ষ হিজবুল্লাহ নেতা নাবিল কাওউককে হত্যার খবর জানিয়েছে। হিজবুল্লাহও রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হিজবুল্লাহর নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন।

ইসরায়েলের গত কয়েক সপ্তাহের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কয়েকজন নেতা নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই ইসরায়েল-লেবানন আন্তঃসীমান্ত হামলায় জড়িয়ে পড়ে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি দেখিয়ে রকেট হামলা শুরু করে।

ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে রোববার জানায়, তারা গত কয়েক ঘণ্টায় লেবাননে কয়েক ডজন হামলা চালিয়েছে। অস্ত্র গুদাম এবং সামরিক সরঞ্জাম রাখার স্থানেও হামলা হয়েছে।