আহনাফের মায়ের ট্রাইব্যুনালে অভিযোগ

 

স্পেশাল করেসপেন্ডন্ট ::

 

গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আহনাফের মা জারতাজ পারভীন সাফাক বৃহস্পতিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন।

 

আবেদনে আহনাফের মা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এ সময় তার খালা উপস্থিত ছিলেন।

 

পরে আহনাফের মা বলেন, আমরা তো আর ঘটনাস্থলে ছিলাম না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তো সব কিছু হয়েছে। এখন তদন্ত কর্মকর্তারা খুঁজে বের করবে কারা কারা হত্যার সঙ্গে জড়িত।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ওনারা বলেছেন, আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না, তাই সরকারের যারা অপরাধের সাথে যুক্ত তদন্ত করে করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি। তৎকালীন সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, পুলিশ বাহিনী এটা করেছে।

তিনি আরও বলেন, বিএএফ শাহীন কলেজের ছাত্র-ছাত্রীরা যোগাযোগ করেছেন। তাদের বলব, তারা যেন আন্দোলনে আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তথ্য দেন। আমরা তাদের নাম-ঠিকানা গোপন রাখব।