উপজেলা সংবাদদাতা, মোংলা (বাগেরহাট) ::
বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণের জন্য বুধবার সুন্দরবনের করমজল ভ্রমণে এসেছেন ।
বুধবার রাত পৌনে ১২টায় করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করছেন। করমজলে আসা আফ্রিকা, কুয়েত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।
তিনি আরও বলেন, এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান সই করা একটি চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদানের জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।