স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাদল দাস (৫১), মো. সালাউদ্দিন(৩৫), মোশারফ হোসেন (৩৪)।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক শেষবেলাকে জানান, সন্দেহজনকভাবে বহির্বিভাগে ঘোরাঘুরি করছিল ওই ৩ ব্যক্তি। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। তাদের গ্রেফতারের পরে আদালতে পাঠানো হয়েছে।





