স্টাফ করেসপন্ডেন্ট ::
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়েছে।
সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তা থেকে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় গত বছর পাস করেছে ৯০.৭৫ শতাংশ। এ বছর তা বেড়ে পাস করেছে ৯৩.৪০ শতাংশ শিক্ষার্থী। সে হিসাবে এ বছর আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ। আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন।