‘আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান ও আইনের সম আশ্রয় লাভের অধিকারী। অসহায় পিতা মাতার আইনগত অধিকার সহ পিতা মাতার ভরণপোষণ আইন নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা লিগ্যাল অফিস। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাউজান বৃদ্ধাশ্রম অডিটোরিয়ামে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিল। সুপ্রীম কোর্ট এর আইনজীবী মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস চট্টগ্রাম এর উপ-পরিচালক মোঃ সাঈদ হাসান। সচেতনতামূলক সভাটি বাস্তবায়ন করেন লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ। খবর বিজ্ঞপ্তির।