রংপুরে হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টির

 

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর ::
জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন । এটি দলের সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। অপরদিকে, এর প্রতিবাদে নগরে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাইতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একইসঙ্গে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর মধ্য দিয়ে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি অবস্থানের বিষয়টি সবার সামনে এলো।

জাতীয় পার্টি বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের দলের দুই কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এখন তাদের আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগের দোসর নয়। তারপরও মিথ্যা অপবাদ দিয়ে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছেন, তা তাদের জন্য অপমানজনক। এজন্য হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের ওপর থেকে মিথ্যা অপবাদ তুলে না নেওয়া পর্যন্ত হাসনাত-সারজিসকে রংপুরে আসতে দেবেন না তারা।

অপরদিকে, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে নগরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। পরদিন মঙ্গলবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা। তারা জাতীয় পার্টির এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় রংপুরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রহমত আলী ও আশিকুর রহমান প্রমুখ। দুই পক্ষের এমন ঘোষণায় রংপুরে চলছে উত্তেজনা।