স্পোর্টস ডেস্ক ::
স্কোর: প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৭ ওভারে ১৩৭/৮ (তাইজুল ১৮*, মুমিনুল ৪৪*; সাদমান ০, জাকির ২, জয় ১০, হাসান ৩, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০)
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪.২ ওভারে ৫৭৭/৬ (মুথুসামি ৭০*, মুল্ডার ১০৫*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)
তৃতীয় দিনে শুরুর দিকটা বাংলাদেশের জন্য ছিল বিভীষিকাময়। ৪ উইকেটে ৩৮ রান নিয়ে খেলা শুরুর পর প্রথম ঘণ্টাতে ৪৮ রানে অষ্টম উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে দলটির ইনিংস। তখন ৮০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। সেখান থেকে পরবর্তী ২২ ওভার লড়াই করেছে মুমিনুল হক-তাইজুল ইসলাম জুটি। নবম উইকেট জুটিতে শেষটায় প্রতিরোধ গড়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছেন তারা। তাদের ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ উইকেটে ১৩৭ রান নিয়ে স্বাগতিকরা প্রথম সেশন শেষ করেছে। তবে সার্বিকভাবে সেশনটা ছিল প্রোটিয়াদের।
রাবাদার তোপে সতীর্থদের ব্যর্থতার দিনে প্রান্ত আগলে ছিলেন মুমিনুল। তার ব্যাটেই বাংলাদেশ ধ্বংসস্তূপে লড়াই করছে। নিজের পয়মন্ত মাঠে ফিফটি তুলে ৭৪ রানে ব্যাট করছেন। তাইজুল ব্যাট করছেন ১৮ রানে। তার পরেও বাংলাদেশের ফলোঅন এড়ানোর জন্য আরও প্রয়োজন ২৩৯ রান। তারা পিছিয়ে আছে ৪৩৮ রানে।
৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন রাবাদা। ২৫ রানে দুটি নিয়েছেন প্যাটারসন। ৪৬ রানে একটি নিয়েছেন কেশভ মহারাজ।
ধ্বংসস্তূপে লড়াই করে মুমিনুলের ফিফটি-
৪৮ রানে ৮ উইকেট হারানোর পরও মনোবল হারাননি মুমিনুল হক। তাইজুলকে সঙ্গে নিয়ে নবম উইকেটে প্রতিরোধ গড়েছেন। পূরণ করেছেন ক্যারিয়ারের ২০তম ফিফটি। মুমিনুল পঞ্চাশ পূরণ করেছেন ৭৬ বলে। জুটিও পঞ্চাশ ছাড়িয়েছে।
রিভিউ নিয়ে বাঁচলেন মুমিনুল-
২৭.৫ ওভারে মহারাজের বলে এলবিডাব্লিউতে আউট হয়েছিলেন মুমিনুল। মুহূর্তেই রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। রিপ্লেতে দেখা গেছে বল প্যাডে লাগার আগে ব্যাট স্পর্শ করেছে।