আন্তর্জাতিক ডেস্ক ::
ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে ‘নিষ্ঠুর গণহত্যা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অপরদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার নীতি গ্রহণ করেছে ইসরায়েল। দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মেডিকেল স্থাপনা ও কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।