আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

 

সাভার সংবাদদাতা ::

সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রবিবার (৩ নবেম্বর) আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশের এস আই মাসুদ আল মামুন । খোঁজ নিয়ে জানা যায় ধর্ষক আমির হোসেন(৪৫) চাঁদপুর জেলা বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন বলেন, ৭ বছর এর শিশু ধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। এর পরিপেক্ষিতে আসামি গ্রেফতারের কাজ শুরু করি গতকাল রবিবার রাতে পল্লী বিদ্যুতের পাকার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে (২৯) অক্টোবর আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ পাকার মাথা আমিনুল ইসলাম এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।