ফটিকছড়ি সংবাদদাতা ::
বাংলাদেশ জামাআতে ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার উদ্যগে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর সোমবার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে শত শত কর্মী-সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ জামাআতে ইসলামী ভূজপুর থানার আমীর মাওলানা নূর মোঃ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাআতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাআতে ইসলামী চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় শূরা সদস্য ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। চট্টগ্রাম উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার বোরহান উদ্দিন।
চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বারসহ উপজেলার বাংলাদেশ জামাআতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী,শ্রমীক,ড্রাইভার,শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ সম্পন্ন হয়।
এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দীন শিকদার বলেন, বাংলাদেশ জামাআতে ইসলামী সাধারণ মানুষের সংগঠন। জামাআতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি বলেন জামাআতে ইসলামী দূর্নীতিমুক্ত,সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজিমুক্ত একটি ইসলামী রাজনৈতিক দল ।
তিনি আরও বলেন দীর্ঘ ১৭ বছরে আওয়ামী সৈরাচারী রাজনৈতিক দল দেশে নৈরাজ্য,চাঁদাবাজি,হত্যা,খুন গুম এর মতো সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তিনি বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতার অপব্যাবহার করে দিনের পর দিন জামাআতের নেতাকর্মীদের উপর হামলা,মামলাসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। দিনের ভোট রাতে করে, প্বার্থীবিহীন নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন শেখ হাসিনা তার অপকর্মের কারণে ছাত্র – জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামাআতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছে।
তিনি আরও বলেন বিগত সময়ধরে স্বৈরাচারী সরকারের শাসনআমলে যেভাবে দেশকে শোষণ করা হয়েছে, চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড করেছে আগামীতে যদি অন্য কোন রাজনৈতিক দল সেইভাবে দেশকে শোষণ করতে চাই তাহলে জামাআতে ইসলামী ছাত্রজনতার মাধ্যমে তাদের সেই কর্মকান্ডকে দমন করবেন বলে মন্তব্য করেন তিনি। এসময় সমাবেশে জামাআতের নেতাকর্মীরা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।