রাঙামাটি প্রতিনিধি ::
পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি ও উন্নয়নে স্থানীদের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে রাবার বাগান আর্মি ক্যাম্প হতে রাউজান এলাকায় মোঃ ইউসুফ ইসলাম (৩৫) এর নিজ বাড়ি তল্লাশী করে ১টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। এ সময় আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ আগস্ট স্থানীয় আওয়ামীলীগ নেতা উক্ত অস্ত্রটি তার নিকট রেখে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আভিযানিক দল কর্তৃক ইউসুফসহ আরো ৩ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামী মোঃ ইউসুফ ইসলাম (৩৫), মোঃ মনসুর
(৫০), মোঃ হেলাল উদ্দিন (৩৮), মোঃ আলাউদ্দিন (৩৯) কে চট্টগ্রাম রাউজান থানায় হস্তান্তর করা হয়।