গোবিন্দগঞ্জে ডায়াবেটিস দিবস পালিত

 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ::
ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিবাদ্য সামনে নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমৃদ্ধি ডায়ানগষ্টিক এন্ড গোবিন্দগঞ্জ ডায়াবেটিস সেন্টারের আয়োজনে ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালী ও দিন ব্যাপী ফ্রি ডায়াবেটিস চিকিৎসা করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সমৃদ্ধি ডায়াগনস্টিক সেন্টারে আলহাজ্ব মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বেও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, ফুলছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ বেগম শেলী,প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ফারিয়া সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক লিটন মিয়া প্রমুখ।
দিনব্যাপী ডায়াবেটিস রোগিদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।