আন্তর্জাতিক ডেস্ক ::
ভারত ও বাংলাদেশের চলমান টানাপোড়নের মধ্যে এবার সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত।
এবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ২৯ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। মূলত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত উন্মুক্ত সীমান্তে এই কাজ চলছে।
এর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের বসিরহাট সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যদিও জলপাইগুড়িতে নির্বিঘ্নেই চলছে নির্মাণকাজ।