চট্টগ্রাম প্রতিনিধি ::
বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি দো-নলা বন্দুকসহ (এলজি) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো.বেলাল হোসেন (৩৫)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান এই প্রতিবেদককে জানান, রাতে হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ২টি এলজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





