তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগ

ডেস্ক নিউজ: নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন, সেসব কমিটি থেকেও পদত্যাগ করেছেন। খবর : বাসস

আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এ কথা জানান । তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি’।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ করা নিয়ে আলোচনা চলছিল।