শ্রমিকদের ক্ষোভের মুখে চিটাগং ফোর ব্রাদার্স এপেয়ারেলস

মহানগর সংবাদদাতা: দুই মাসের বেতন না পেয়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েছেন চিটাগং ফোর ব্রাদার্স এপেয়ারেলস লিমিটেডের মালিক নুরুল ইসলাম ও উৎপল চৌধুরী। তারা শ্রমিকদের শান্ত করতে পরের দিন বেতন দেওয়ার আশ্বাস দেন। কিন্তু বেতন পাওয়ার আশা নিয়ে কারখানায় গিয়ে তালা ঝুলতে দেখে শ্রমিকরা। এরপর তাদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে চাক্তাই এর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা।

২৬ ফেব্রুয়ারি,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাক্তাইয়ের দৌলত প্লাজায় শ্রমিক বিক্ষোভের পর পুলিশের সহযোগিতায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসার কথা জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা বেতন না পেয়ে সকাল থেকে আন্দোলনে নামে। কারখানা বন্ধ থাকায় তারা রাস্তায় আন্দোলন করে। তিন’শ থেকে সাড়ে তিন’শ মানুষের আন্দোলনের কারণে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সরানোর চেষ্টা করে। কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে থানায় নিয়ে গেছেন।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘মালিকপক্ষ বেতন দিবে বলে শ্রমিকদের ডেকে আনে। কিন্তু শ্রমিকরা এসে দেখে কারখানা বন্ধ। তাই তারা বকেয়া আদায়ের জন্য আন্দোলন করেছে। আমরা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাচ্ছি না। পরে মালিকের ছোট ভাইয়ের শালা আসছে। শ্রমিকদের একটি পক্ষকে থানায় এনে উনাদের সঙ্গে বসিয়ে সমাধানের চেষ্টা চলছে। তারা হয়তো কিছু টাকা আজকে দিয়ে কিছু টাকা বাকি রেখে বিষয়টি সমাধান করবেন।’