সিনিয়র জেলা জজ সাইফুল ইসলামকে সচিব পদে নিয়োগ

ডেস্ক নিউজ :

আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ প্রাপ্ত হন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম। ৪ মার্চ (মঙ্গলবার), তিনি চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে শেষ কর্মদিবস হিসেবে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা লিগ্যাল এইড অফিসের সকল রেজিস্টারের কার্যক্রম ও অফিসে রক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন। তার বদলি জনিত বিদায় উপলক্ষে জেলা লিগ্যাল এইড অফিস ও কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ।

এ সময় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ জয়নাল আবেদীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাউদ হাসান উপস্থিত ছিলেন।