চট্টগ্রামে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রাম ব্যুরো ::
চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম রশিদা খাতুন (৪৫)।

রবিবার (৯ মার্চ) ভোরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রশিদা খাতুন পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল রশিদা খাতুনের মেয়ে হাফসা বেগম ও হেলাল উদ্দিনের সংসারে। বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় মাদকাসক্ত হেলালের সঙ্গে কথা কাটাকাটি হতো তার শাশুড়ির সঙ্গে।

পারিবারিক কলহের জেরে রবিবার ভোরে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালক ও বউয়ের ওপর হামলা করে হেলাল। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে রক্ষা পেলেও শাশুড়ি রশিদা খাতুনকে সামনে পেয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন হেলাল। এতে ঘটনাস্থলেই রশিদা মারা যান ।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়ব জানান, কলহের জেরে মেয়ের জামাই শাশুড়িকে খুন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক হেলাল উদ্দিন পলাতক। এ ঘটনায় মামলা হবে।