চট্টগ্রামে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, আটক দুলাভাই

চট্টগ্রাম ব্যুরো ::
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই মো. ওমর ফারুক (২৮)কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ মার্চ) উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামে ঘটনাটি ঘটে। তবে সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়।

আটক মো. ওমর ফারুক চরপাথরঘাটা সৈন্যারটেক এলাকার মো. নাছিরের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।

এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।