বন্দরনগরীতে পরকীয়ার কারণে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

চট্টগ্রাম ব্যুরো ::
বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড থানার বালুর মাঠ এলাকায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে এক বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ আইয়ুব নবী (২৫)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিজান নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।

তিনি বলেন, পরকীয়ার কারণে মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতের আটক করতে অভিযান চলছে।
নিহতের ভাই আহাম্মদ নবী জানান, সিজান, সাইমন ও সাকিব মিলে আমার ভাই মোহাম্মদ আইয়ুব নবীকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। সিজান, সাইমন ও সাকিব আমার ভাইয়ের কাছের বন্ধু ছিলেন।