ফের অটোরিকশায় দুর্ঘটনা! চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাইবোন সহ নিহত ৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রতিনিয়ত বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি। পায়ে চালিত প্যাডেলের রিকশার গতি নিয়ন্ত্রণ চালকের পায়ে থাকলেও ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েক গুণ বেশি গতি থাকে, এতে অনেক সময় চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ থ্রি-চক্র যান। জীবনের অনিশ্চিয়তা নিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অনুনোমুদিত এ লক্কর ঝক্কর যান। আজকেও এ যানে থাকা একই পরিবারের দুইজনসহ তাজা তিনটি প্রাণ চলে গেলো।

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার আরাকান সড়কে বান্দরবান থেকে চট্টগ্রাম অভিমুখী পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও স্কুল পড়ুয়া ২ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় অটোরিকশায় থাকা আরেক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মৃত আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫), জসিমউদ্দিনের ছেলে পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিম (১৩) ও জসিমউদ্দিনের মেয়ে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রিজকী আক্তার ( ১৬ )।

এ ঘটনায় আহত হন, ওই এলাকার আবদুল্লার মেয়ে একই বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তুহিন আকতার। নিহত এবং আহতরা দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার বাসিন্দা।

আহতকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, বান্দরবান থেকে চট্টগ্রাম অভিমুখী পূরবী বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৫৯৬৩) খুবই দ্রুত গতিতে দোহাজারী পৌরসভা চত্বরে পৌঁছালে,বাসটির সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও ২ শিক্ষার্থী নিহত হয়। এতে একজন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসলেও গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে বলেও জানান তিনি।