গত ২৪ ঘণ্টায় সিএমপিতে আওয়ামী-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশের (সিএসপি) বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টা থেকে শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৬ জনকে গ্রেপ্তার করা রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।

আটককৃতরা হলেন, মো. আলাউদ্দিন (২৬), মো. বাদশাহ (৩৩), মো. নাছির (৪২), মো. সাইফুল ইসলাম (২৫), মো. মোন্না (২০), আব্দুল কুদ্দুছ (৫০), নুরুদ্দীন দানেশ (২০), মো. মারুফ হোসেন (২০), মো. মহিউদ্দিন (১৯), মো. নুরুল ইসলাম লিটন (৩৮), হৃদয় আচার্য্য (২৪), মো. রাকিব মুন্সি (৩২), মো. বাহাদুর (৪৭), মো. জাহাঙ্গীর আলম (৬০), শাহাব উদ্দিন (৩৫), মো. ফোরকান (৩০), মো. সজীব (২১), মো. শাওন (১৯), শামশুল আলম প্রকাশ শমশু আলম (৬০), মো. আজাদ হোসেন রিপন (৩৫), মো. শিহাব হোসাইন (৪৯), আব্দুল মজিদ (৪৩), মো. রুবেল (৩৫), মো. সুমন মন্ডল (৩২), ফখরুল মাহামুদ আল নাহিয়ান (১৯), মো. জনি (২৪), মো. দেলোয়ার (৩৫), মো. জুম্মান (২০), মো. মুন্না (১৯), পাহাড়তলী থানা জয় বাংলা পরিষদের আইনবিষয়ক সম্পাদক টিটু কুমার ধর (৩৫), মো. মনির হোসেন জিসান (১৯), মো. সোলায়মান (৫৫), মোছাম্মৎ জান্নাত আক্তার (২৬), নানু মির্জা (৫৭), মো. মকবুল ওরফে মঈল ওরফে খোকন (২৬) এবং আব্দুর রহিম প্রকাশ বুলেট বাবু (৩৩)।