গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে রাজমতি সুপার মার্কেটের সামনে প্রাণ কোম্পানির কার্গো কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোটর সাইকেল চালক আলম মন্ডল (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আলম মন্ডল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর মন্ডলের ছেলে।
অপরদিকে রাত সাড়ে ৯ টার দিকে গোবিন্দগঞ্জ -দিনাজপুর সড়কের খলসি ব্রীজ নামক স্থানে দাড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাককে দ্রুতগামী আলু বোঝাইি একটি ট্রাকের ধাক্কায় আলু বোঝাই ট্রাকের হেলপার হাসেন আলী (৩০)ঘটনাস্থলেই নিহত ও ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন।
নিহত হাসান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে। আহত ড্রাইভারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।