চট্টগ্রামে ২২ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ:

র‌্যাব এর যৌথ আভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক হারুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৩ মার্চ আনুমানিক রাত সাড়ে ৫ টায় র‌্যাব-৭ ও র‌্যাব ১১ এর যৌথ আভিযানিক দল তাকে চট্টগ্রাম নগরীর বন্দর থানা মুন্সিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। আটককৃত হারুন নোয়াখালী সুধারাম উপজেলার সোনাপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-৭ জানান, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার মামলা নং-৩২,২০০৩ সালের ১৯ সেপ্টেম্বরের এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হারুন চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মুন্সিপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ আনুমানিক রাত সাড়ে ৫ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব ১১, নোয়াখালী এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হারুন (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার সুধরাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।