চট্টগ্রামে ৪ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ পোশাক শ্রমিকদের

মহানগর সংবাদদাতা:

চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে নগরীর সিইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন জে.এম.এস গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক।

এর আগে, গত শনিবার (২২ মার্চ) দুপুরেও বকেয়া বেতনের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে পরে তারা সড়ক ছেড়েছিলেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান জানান, ওই পোশাক কারখানাটি প্রায়ই দুই মাস ধরে বন্ধ আছে। মার্চে মাসে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন বৃহস্পতিবার (২০ মার্চ) পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেটা দেওয়া হয়নি। শনিবারও ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছাড়েন।

পুলিস সুপার মো. সুলাইমান বলেন, ‘শ্রমিকরা আজই তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। আমরা তাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছি, যেহেতু মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা তারা মানছেন না। আমরা মালিকপক্ষ ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাদের পাওনা পরিশোধ করার জন্য চেষ্টা করা হচ্ছে।’

‘তাদেরও বিষয়টি বোঝা দরকার। প্রায় চার ঘণ্টা ধরে রাস্তা তারা অবরোধ করে রেখেছে, যার কারণে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। আমরা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’