ডেস্ক নিউজ:
চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা হালযান পরিবহন শ্রমিক ফেডারেশন নবনির্বাচিত কমিটির উদ্যোগে পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ পরিচিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরপিতা ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দীন, বিপ্লবী বিএনপি ও ছাত্রদল নেতা গাজী মুহাম্মদ সিরাজ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্চাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন নাহিদ।
হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক এইচ এম সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মধু সরকার ও সার্বিক তত্ত্বাবধায়ন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শিপন।
সভা অনুষ্ঠানে হালকাযান পরিবহন শ্রমিক নেতারা ‘সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২এর স্বার্থবিরোধী ধারা বাতিল করাসহ সরকারের কাছে বিভিন্ন দাবি আদায়ে ঈদের পর চট্টগ্রামে সিএনজি চালকদের নিয়ে ধর্মঘট ও আনদোলনের হুশিয়ারি দেন।