চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দনাইশ উপজেলা শাখা।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের খাঁনহাট এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দনাইশে উপজলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাকারিয়া।
সাবেক শিবির নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা আমীর মাও. কুতুবউদ্দিন, উপজেলা সেক্রেটারি জেনারেল কাজী আহসান ছাদেক পারভেজ, পৌরসভা আমীর কাজী মাও কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভা আমীর জমির আদনান, জামায়াত নেতা আব্দুল খালেক নিজামী, চন্দনাইশ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইন্জিনিয়ার কমরউদ্দিন সিকদার, প্রবাসী জামায়াত নেতা আবু আবু ইউসুফ মামুন।
মানববন্ধনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল রোধ, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা আরো বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বিভিন্ন সময়ে চার লেনে উন্নীতকরণের দাবি থাকলেও আমলে নেয়নি বিগত সরকারগুলো।