আমতলীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৪৯৯ জনের অংশগ্রহণ

আমতলী(বরগুনা) সংবাদদাতা:

বরগুনার আমতলীতে দাখিল,ভোকেশনাল ও এসএসসি পরিক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এসএসসি,দাখিল ও কারিগরি পরিক্ষা শুরু হয়েছে এবং দুপুর ১ টায় শেষ হয়েছ।

এতে স্কুলের পরিক্ষার্থীদের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৮২ জন, মাদ্রাসায় ৮৭৯ জন ও কারিগরিতে ২৩৭ জন পরিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছেন।এতে মোট ৭ টি কেন্দ্রে সকল বিভাগে ২৫৫৮ জন পরিক্ষার্থীর অংশ গ্রহন করার কথা থাকলেও উপস্থিত রয়েছেন ২৪৯৯জন।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) আমতলী সরকারী আরমান খোরশেদ হাইস্কুল,আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়,গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়,আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা,শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ এসকল বিদ্যালয়ে মোট ৭ টি কেন্দ্র করে মোট ২৫৫৮ জন পরিক্ষার্থীদের পরিক্ষা নেয়া হয়েছে।এতে কোন ছাত্র/ ছাত্রীদের মধ্যে অকৃতকার্যের কোন ঘটনা ঘটেনি।

এ পরিক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের হল সচিব আমতলী মফিজ উদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান জানান,এসএস‌সিতে ১৩৮২জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে কোন ছাত্র-ছাত্রীদের মধ্যে অকৃতকার্যের ঘটনা ঘটেনি।আমরা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্বে থাকা সকল নিয়ন্ত্রকদের সুস্ঠ ও সুন্দর ভাবে পরিক্ষার দায়িত্ব পালনের দিক নির্দেশনা জোরদার ছিলো।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল ইসলাম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে ।এ ছাড়াও যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আদেশ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আহাদ জানান,এবার আমতলী উপজেলায় ৭টি কেন্দ্রে বিভিন্ন বিভাগে মাদ্রাসা,স্কুল ও কারিগরি প্রতিষ্ঠানের দাখিল ও ৮৭৯ জন,এসএস‌সি ১৩৮২জন শিক্ষার্থী ভোকেশনাল ২৩৮ জনসহ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।এতে মোট ২৪৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন।এতে কোন ছাত্র/ ছাত্রীদের মধ্যে অকৃতকার্যের কোন ঘটনা ঘটেনি। এবং আমাদের পর্যবেক্ষকবৃন্দরা শশৃঙ্খলা,সুষ্ঠ ও নিরাপেক্ষ ভাবে পরীক্ষার দায়িত্ব পালন করেছেন।