ঝালকাঠিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠি সংবাদদাতা:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে ঝালকাঠি উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী আহম্মেদসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি অফিস এই সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কৃষি অফিস জানায়, ঝালকাঠি সদর উপজেলার এক হাজার ৪’শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১০ কেজি উফশি আউশ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।