মহানগর সংবাদদাতা:
পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের ডিসি হিলে প্রস্তুতকৃত মঞ্চ ভাঙচুর করার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।
এসময় অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও। এদিকে, হামলা চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকারেশনের কাপড় ছিঁড়ে ফেললো এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই।’
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা এ ঘটনায় ৬ জনকে আটক করেছি। তারা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করতেছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।