চাল-ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে ভর্তুকি বাড়ানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২০ এপ্রিল প্রেরিত এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম,
সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী চলমান সময়ে একের পর এক খুন-ধর্ষণ-হানাহানির ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগণের হাতের নাগালে রাখতে ভর্তুকি দেয়ার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এনডিবি ১২ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিষ্পেষনের শিকার হয়েছে, এখনো হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়; আর তাই চাই দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত চিন্তা বাস্তবায়ন করা হোক। সেই সাথে গ্যাস-বিদ্যুৎ-পানিসহ সংশ্লিষ্ট সকল স্তরের সমস্যা সমাধানে নিবিড় পর্যবেক্ষণ ও পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। খবর বিজ্ঞপ্তি: