ঝালকাঠি সংবাদদাতা:
বৈশাখের বিরূপ আবহাওয়া ও তীব্র গরমে দক্ষিণাঞ্চল জেলা ঝালকাঠিতে তারেক রহমানের পক্ষ থেকে এসএসসি-ভোকেশনাল ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, খাবার স্যালাইন,সরবত ও পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকালে উপজেলার শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরন ও সুপেয় পানি বিতরণ করা হয়।
শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচিতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ন মো. তৌহিদ হোসেন।
এদিকে কেন্দ্রে কেন্দ্রে অভিভাবকদের ছাউনি ও বসার চেয়ারের ব্যবস্থাও করা হয়েছে। এ শিক্ষা উপকরন ও খাবার পানি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিক্ষার্থী ও অভিভাবকরা।