ডেস্ক নিউজঃ
‘শ্রমিক কর্মচারী জনতা,গড়ে তোল একতা’
স্লোগানে চট্টগ্রাম নগরীর খুলশি থানা শ্রমিক দলের উদ্যোগে র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। অতিথি হিসাবে অংশ নেন শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১লা মে ( বৃহস্পতিবার) বিকালে মহান মে দিবস উপলক্ষে খুলশি থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ বেলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নগরীর নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম ওমেন কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পরে কাজীর দেউড়ী গোল চত্ত্বর থেকে মিছিলে মিছিলে যোগদান করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মে দিবসের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক মহাসমাবেশ।

এতে উপস্থিত ছিলেন, খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো: বেলাল, মহানগর ছাত্রদল সদস্য গাজী মো: সালাউদ্দিন, খুলসী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক লালচান, আবুল কালাম,আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম, মোহাম্মদ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মান্নান, আবুল কালাম চৌধুরী ( আবু), মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ বি আলম, মোহাম্মদ ইশতিয়াক হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।
এদিকে এ বছরের মে দিবসে ঘোষিত প্রতিপাদ্য ছিল— “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”, যা পরিবর্তনের প্রত্যাশায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান হিসেবে শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।