অক্ষম ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে কর্মকর্তা-কর্মচারী পরিবারের সদস্যদের মাঝে, ঝালকাঠি ডিসির আর্থিক অনুদান

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় স্থায়ী অক্ষমতা বা মৃত্যুজনিত কারনে সরকারি কর্মকর্তা ও কর্মচারী পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ভুক্তভোগী পরিবারের আসমা বেগম ও মিলন মিয়া।

আলোচনা সভা শেষে উপস্থিত বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় স্থায়ী অক্ষমতা/মৃত্যুজনিত কারনে সরকারি কর্মকর্তা ও কর্মচারী পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনু