জুলাই-বিপ্লবে ফ্যাসিস্ট পালালেও দৌরাত্ম্য থামেনি তাদের আর্শিবাদপুষ্ট কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের সদস্যদের। রাতারাতি জার্সি পরিবর্তন করে ছিনতাইয়ের হট স্পটগুলোতে নিয়মিত মহড়া দিয়ে যাচ্ছে তারা। সন্ধ্যা নামতেই শ্রমিক ও চাকুরিজীবী টার্গেট করে কিশোর গ্যাং সদস্যরা ঝাপিয়ে পড়ে চুরি-ছিনতাইয়ে। এভাবে চট্টগ্রাম নগরীতে বেড়েই চলছে চুরি-ছিনতাই ও স্ট্রিট ক্রাইম। নগরীর ছিনতাইয়ের অন্যতম হট স্পট এখন কালুরঘাট বিসিক শিল্প এলাকা।
জানা যায়, সাঁজের অন্ধকারে চান্দগাঁও বিসিক এলাকা যখন সুনসান হয়ে যায়, বিভিন্ন রোডের চায়ের টংয়ে ঘাপটি মেরে ও অটোরিকশা নিয়ে ওতপেতে থাকে ছিনতাই চক্রের সদস্যরা। পোশাক ও বিভিন্ন কারখানার শ্রমিক, চাকুরিজীবী যখন বের হয়, সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।
স্থানীয়দের অভিযোগ, আশঙ্কাজনক হারে বেড়েছে এ চক্রের দৌরাত্ম্য। তারা এতটাই বেপরোয়া যে, থানা-পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিক শিল্প এলাকায় চালাচ্ছে চুরি-ছিনতাই ও ডাকাতি। আতঙ্কের জনপদ এখন সিএন্ডবি বিসিক শিল্প এলাকা। ছিনতাই চক্রের মূল হোতারা আত্মগোপন থাকে বরিশাল বাজার ও হামিদচর এলাকায়। সন্ধ্যায় চক্রের সদস্যদের একটি গ্রুপ ছিনতাইয়ের আগে অটোরিকশা নিয়ে ঘুরাঘুরি করে, আরেকটি গ্রুপ ওয়েল ফুড ফ্যাক্টরীর সামনে পরিত্যক্ত খেলার মাঠে বসাই জুয়া,মদ ও গাঁজার আসর।
গত ১৫ মে এক ছিনতাইয়ের ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যার আঁধারে কালুরঘাট বিসিক শিল্প এলাকার (এফআইডিসি রোড) সনেট প্রিন্টিং ও প্যাকেজিং লিঃ কারখানার সামনে মোঃ দুলাল উদ্দীন সরকার নামে এক শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা সহ সর্বস্ব হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের পর চিহ্নিত তিন ছিনতাইকারী সহ অজ্ঞাত আরো চারপাঁচ জন অটোরিকশা যোগে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী, হামিদচর এলাকার চিহ্নিত তিন ছিনতাইকারী–বাদল (২৫), ইউসুফ আলী (২৮) ও সোহেল (২৫) এর নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত চারপাঁচ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী দুলাল (শ্রমিক) বিসিক শিল্প এলাকায় ওয়েল ফুড বগুড়ার দধি কারখানায় কাজ শেষ করার পর, সন্ধ্যায় তার এক অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে– সনেট প্রিন্টিং ও প্যাকেজিং লিঃ কারখানার সামনে আসলে, বন্ধ চায়ের টং ও অটোরিকশায় ওতপেতে থাকা ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা বেতনের ৩০ হাজার টাকা সহ সর্বস্ব হাতিয়ে নেয়।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা পুলিশকে জানাইলে জানে মেরে ফেলারও হুমকি দেন। এতে ভুক্তভোগী তিন ছিনতাইকারী–বাদল (২৫), ইউসুফ আলী (২৮) ও সোহেল (২৫) কে চিনতে পারেন, বাকী চারপাঁচ জন অজ্ঞাত ছিলো। কারখানার সিসিটিভি ফুটেজ চেক করলে তাদেরও পরিচয় পাওয়া যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে। সিএন্ডবি বিসিক শিল্প এলাকার অভিযোগটির বিষয়ে অপারেশন টিম তৎপর রয়েছে।