সুন্দর সমাজ বিনির্মানে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই– কচুয়াই ফাউন্ডেশনে’র অভিষেক অনুষ্ঠানে বক্তারা       

দক্ষিণ চট্টগ্রাম পটিয়া উপজেলার ইতিহাস–ঐতিহ্য সমৃদ্ধ কচুয়াই ইউনিয়নের মানবতাকামী যুব সমাজ কর্তৃক ঐক্য, সেবা, উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মহানব্রত নিয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ও  সামাজিক সংগঠন  “কচুয়াই ফাউন্ডেশন” এর অভিষেক হয়েছে ।
গত ৯ জুন (সোমবার) সকাল ১১টায় পটিয়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এর অভিষেক ও পরিচিতি সভা  অনুষ্ঠিত  হয়।
সুন্দর সমাজ বিনির্মানে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন— কচুয়াই ফাউন্ডেশনে’র অভিষেক অনুষ্ঠানে বক্তারা। তারা সামাজিক সংগঠন কচুয়াই ফাউন্ডেশন এর অভিষেক অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশন এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্যের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী  বক্তব্য রাখেন—টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) আবু তাহের তাহসান, স্বাগত বক্তব্য রাখেন অভিষেক আয়োজন কমিটির আহ্বায়ক ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ডেনিম টেক্সটাইল লি: এর সিইও এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোশ্যাল ইমপ্রুভমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট মোঃ সফিউল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আয়কর ও কোম্পানি আইন উপদেষ্টা অভিক কানুনগো, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাশেদুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নূর হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব ভট্টাচার্য, যুগ্ন অথ সম্পাদক এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুদীপ দে, মোঃ মিজানুর রহমান এড. মহিউদ্দিন মুহিন, আযাদ হোসেন, শহিদুল ইসলাম কানন, সাজ্জাদ হোসাইন, নূর হোসেন, সফিকুল মান্নান, সফিকুল আলম ফারুকী, মোঃ আতিকুর রহমান, অভি বিশ্বাস ,মোঃ সাইফুল ইসলাম, সাহেদুল ইসলাম, আতিকুর রহমান, জসিম উদ্দিন, জনি ভট্টাচার্য প্রমুখ।
যুবসমাজে বেকারত্ব দূরীকরণ, অবহেলিত, গরীব ও দুস্থ রোগীদের জন্য দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন ও  আর্থিকভাবে চিকিৎসা সহায়তা ,অসহায়, অসচ্ছল  ও বেকারদের জন্য ক্ষুদ্র ও কুঠির শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা, দরিদ্র ও সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা ও শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী, এতিম, দরিদ্র মহিলা এবং শিশুদের উন্নয়নে কর্মসূচী গ্রহণ করা, এলাকার মানবসম্পদ উন্নয়নে সামগ্রিক কার্যক্রম গ্রহণ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা।
এলাকার যুবসম্প্রদায়কে সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করা।  নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির মাধ্যমে সমাজকে নিরক্ষরমুক্ত করা। বিভিন্ন খেলাধূলা ও সুস্থ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মনে কর্মস্পৃহা সৃষ্টি এবং সুষ্ঠ সামাজিক পরিবেশ গঠনে সহায়তা করা।
পাঠাগার স্থাপনের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণকে শিক্ষিত করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশ সচেনতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।কিশোর অপরাধ ও শিশুশ্রম রোধের ব্যবস্থা করা।  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য কাজ করার প্রয়াসে উক্ত ফাউন্ডেশনের অভিষেক।