চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে মার্কেটে আগুন, গার্মেন্টস পণ্য সহ ফার্নিচারের ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের এম কে সুপার কমপ্লেক্সের ২য় তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১০ জুন (মঙ্গলবার) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে নগরীর —নন্দন কানন ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এ ঘটনায় ওই দোকানটির গার্মেন্টস পণ্য সহ  ফার্নিচারের ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়। তবে কোন ব্যক্তি বা কর্মচারীর হতাহতের ঘটনা ঘটেনি।
এ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও  অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে.এম গোলাম মোর্শেদ খান। এসময়, ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে ক্ষতিপূরণ নিশ্চিত করার আশ্বাস দেন তারা।