চট্টগ্রাম নগরীর হালিশহরে রোড ফাঁকা পেয়ে— বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক সাইকেল আরোহী কিশোর। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হালিশহর বড়পোল মোড় সংলগ্ন আড়ংয়ের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের হোন্ডা সিভিক (নম্বর: চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হতে যাওয়া এক কিশোরকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা গাড়িটি থামিয়ে চালককে আটক করে। চালকের নাম তানিম, বয়স আনুমানিক ২০ বছর বলে জানা গেছে।
খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক চালককে হেফাজতে নেয়।
তবে এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।