নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিবি পুলিশের কথিত সোর্স মোহাম্মদ নজরুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন সহ নানান অপকর্মের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ—নজরুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও বেআইনি অর্থ আদায় করে আসছেন।
ভুক্তভোগীরা জানান, নজরুল নিজেকে পুলিশের ঘনিষ্ঠ সোর্স দাবি করে বিভিন্ন সময়ে নিরীহ মানুষকে মাদক কিংবা অবৈধ কার্যকলাপে জড়িত বলে ফাঁসানোর হুমকি দেন ও মামলা থেকে রক্ষা পেতে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অনেকে ভয়ে-ভীত হয়ে চুপ থাকলেও সম্প্রতি নজরুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসায় বিষয়টি আলোচনায় আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ীর ভাষ্যে, “নজরুল এসে বলে, ‘ডিবির লোক জানে তুই মাদকের সাথে জড়িত। যদি বাঁচতে চাস, টাকা দিতে হবে।’ কেউ প্রতিবাদ করলে, সে মামলায় ফাঁসানো সহ ডিবির ভয় দেখায়।”
এদিকে, এলাকাবাসীর মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এ ব্যক্তি পুলিশের সোর্সের পরিচয় দিয়ে বছরের পর বছর এমন বেপরোয়া কার্যকলাপ চালিয়ে যেতে পারেন, আর কেনইবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, প্রশাসনকে এ বিষয়ে সরব হতে বললেন তারা।
এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। তাদের মতে, নজরুলের মতো কথিত সোর্সদের লাগাম টানা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং পুলিশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি’র স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।