দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল কমেছে

দেশের সব প্রধান নদ ও নদীসমূহের পানি সমতল কমছে। অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের ১১৬টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৩টির পানি সমতল বেড়েছে। কমেছে ৯৩টিপানি সমতল স্টেশনের পানি। ৪টি নদীর পানি সমতল অপরিবর্তিত রয়েছে।—বিএসএস

আগামী ৫ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র সমতল কমতে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমছে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল পাচ্ছে; যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী এই অববাহিকায় আগামী পাঁচ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।