চবিতে প্রভোস্টের সাইন নকল করে টাকা উত্তোলন,  অফিস সহকারী সাময়িক বরখাস্ত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে শ্রাবণ সরকার নামে আলাওল হলের অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় হলের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে শ্রাবণ সরকার ২৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে প্রভোস্টের ফোনে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন এলে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং হলের আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
বিষয়টি জানাজানি হলে শ্রাবণ সরকার উত্তোলনকৃত অর্থ ফেরত দেন। চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযোগের ভিত্তিতে শ্রাবণ সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।