চট্টগ্রামে মাস্ক ও ঔষধের মূল্য তদারকি করতে ডিসির মোবাইল কোর্ট পরিচালনা 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল এলাকায়  অবস্থিত ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরসমূহে মাস্ক ও অন্যান্য ঔষধ নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে  মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম জেলাপ্রশাসক নির্দেশক টিম।
১৬ জুন সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জান্নাতুল ফেরদাউস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ক্রেতা ছদ্মবেশে একজনকে মাস্ক ক্রয়ে প্রেরণ করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়ের সত্যতা যাচাই কালে দোষী বিক্রেতার অপরাধ প্রমাণিত ও  দোষ স্বীকার সাপেক্ষে সংশ্লিষ্ট আইনের বিধি মোতাবেক একজনকে দণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয় করার জন্য সতর্ক করা ও ক্রেতাদের অতিরিক্ত মূল্য প্রদান না করার জন্য সচেতন করা হয়। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ যথাযথ সহায়তা প্রদান করেন।
করোনা আশঙ্কাকে  সামনে রেখে মাস্ক ও অন্যান্য ঔষধের বিক্রয় মূল্য নির্ধারিত সীমার মধ্যে রাখতে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট টিম।