সদস্য পরিচয়ে অপ-সাংবাদিকতা, প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয়ে পেশাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন সদস্যসচিব সাংবাদিক জাহিদুল করিম কচি।
সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক পোস্টে গত ১৪ জুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে ‘সাংবাদিক পরিচয়ে তল্লাশির’ ছবি ও বিবরণ শেয়ার করা হয়। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে এম হান্নান রহিম তালুকদার নামে এক ব্যক্তিকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর ও দুঃখজনকভাবে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
চট্টগ্রাম প্রেস ক্লাব স্পষ্ট করেছে, এম হান্নান রহিম তালুকদার কখনো ক্লাবের সদস্য ছিলেন না এবং তিনি কোনো প্রেস ক্লাবের কার্যক্রমে জড়িত নন।
চট্টগ্রাম প্রেস ক্লাব পেশাদার ও নৈতিক সাংবাদিকতার পক্ষপাতী এবং ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। যারা প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ক্লাব। সর্বসাধারণ এবং গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।