চট্টগ্রামে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরী, ৩ বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনের অপরাধে তিন বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে বিবিরহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে মমতাজ বেকারিকে ৫০ হাজার, অনিল বেকারিকে ৭৫ হাজার এবং আবুল হোসেন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেছেন, তারা দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বেকারি খাদ্য উৎপাদন করে আসছিল। অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।