চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে লাশ ও রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি সাধারণ মানুষ। স্বজন হারানো মুহূর্তেও স্বজনরা গলাকাটা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের লাশ পরিবহন ছাড়া বাইরের চালকদের ঢুকতে না দেয়ারও অভিযোগ রয়েছে এ সিন্ডিকেটের বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে অবস্থিত এম্বুল্যান্স মালিক সমিতির অফিসে এম্বুল্যান্স এর অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে (১৭ জুন) আজ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইসরাফিল জাহান।
মোবাইল কোর্ট পরিচালনা কালে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায় এবং সেবার মূল্য তালিকা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দোষ স্বীকার সাপেক্ষে সংশ্লিষ্ট আইনের বিধি মোতাবেক ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে সেবার মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সচেতন করা হয়।এ সময় বিআরটিএ এর পরিদর্শক ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথাযথ সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।