আনোয়ারায়  যুবতীকে যৌথ ধর্ষণের চেষ্টা,  বাঁচতে সিএনজি থেকে লাফ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাকরির ইন্টারভিউ শেষে বাড়ি ফেরার পথে এক যুবতী (২৫) অটোরিকশা চালকসহ এক যুবকের যৌথ ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। এ সময় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এতে ওই যুবতী মুখ, নাক ও দাঁতে আঘাতপ্রাপ্ত হন। গত  বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই যুবতী বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি জানান, বুধবার কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় খালাতো বোনের বাসায় থেকে কোরিয়ান ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে যান। সকাল ৮টায় সাক্ষাৎকার শেষে বের হয়ে গেটের সামনে থাকা চাতরী চৌমুহনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তখন ওই অটোর ভিতরে আগে থেকেই এক যুবক বসা ছিলেন।
তরুণীর অভিযোগ, নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক অটোরিকশাটি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জানান, চাকা নষ্ট হয়ে গেছে। এরপর চালক এবং যুবক মিলে  যুবতীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সম্ভ্রম রক্ষায় তিনি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর ভুক্তভোগী আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এদিকে এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সড়কে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তারা দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।